ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএসইর ২ পরিচালক পদে নির্বাচন ২৯ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, ডিসেম্বর ৮, ২০১৯
ডিএসইর ২ পরিচালক পদে নির্বাচন ২৯ ডিসেম্বর

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই শেয়ারহোল্ডার পরিচালক পদে ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (০৮ ডিসেম্বর) ডিএসইর ডিজিএম মো. শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই শেয়ারহোল্ডার পরিচালক পদে ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আগ্রহী প্রার্থীরা সোমবার (০৯ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ১১ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১২ ডিসেম্বর। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের করা যাবে।

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মো. হানিফ ভূইয়া ও শরীফ আতাউর রহমান অবসরে যাওয়ায় এ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর দিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মতিঝিলে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, নির্বাচনে ২৫ হাজার টাকা ফি’র বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

২৯ ডিসেম্বর নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হবে। তবে ডিএসইর ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

নির্বাচনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. আব্দুস সামাদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এসএমএকে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।