ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তেলবাহী জাহাজ নির্মাণ করবে নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

চট্টগ্রাম: দেশের শীর্ষ স্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স উপকূলীয় এলাকায় চলাচলের জন্য ১২শ’ এবং ১৫শ’ টন ধারণমতা সম্পন্ন দু’টি তেলবাহী জাহাজ নির্মাণ করবে।

রোববার নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স এর সদর দপ্তরে কোস্টাল গ্যাস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

 
 
দেশিয় বিভিন্ন ব্যাংকের ১৭ কোটি টাকা ঋণ সহায়তায় জাহাজ দু’টি নির্মিত হবে। নির্মাণের পর এগুলো পদ্মা ও যমুনা অয়েল কোম্পানির তেল পরিবহন বহরে যুক্ত হবে।
   
ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ২০১১ সালের মধ্যে জাহাজ দু’টি হস্তান্তর করা হবে।
   
নিউ ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের মাননিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা জার্মনিশ্যার লয়েড, ব্যুরো ভ্যারিতাস এবং কাস এনকেকে সোসাইটির তত্ত্বাবধানে তৈরি হবে জাহাজগুলো।

বাংলাদেশ সময় ২১২১ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।