bangla news

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০২ ১২:৪৫:২৩ পিএম
পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল, ছবি: বাংলানিউজ

পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল, ছবি: বাংলানিউজ

খুলনা: পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা দেওয়াসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মহানগরীর খালিশপুর বিআইডিএস রোড, পিপলস মিল গেট, নতুন রাস্তা মোড়, দৌলতপুর বিএল. কলেজ গেট হয়ে ক্রিসেন্ট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন, সিবিএ নেতা হুমায়ুন কবির খান, মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী, দ্বীন ইসলাম, মো. মুরাদ হোসেন রহমানসহ বিভিন্ন মিলের শ্রমিক নেতারা বক্তব্য দেন।

বক্তারা পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা দেওয়া, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমআরএম/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-02 12:45:23