ঢাকা: এবারের রিহ্যাব মেলায় সময় নিয়ে সমস্যা থাকলেও গত ৪ দিনের তুলনায় শেষ দিনে একটু ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা করছে র্যাংগস প্রপার্টিস লিমিটেড।
সোমবার রিহ্যাব মেলার শেষ দিনে সরেজমিনে ঘুরে এবং র্যাংকসের স্টলে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
র্যাংগস প্রপার্টিসের সহকারী ম্যানেজার (সেলস্) মো. ইয়াসির রহমান বাংলানিউজকে জানান, রাজধানীর উত্তরা, গুলশান, মিরপুর, খিলগাঁও, সবুজবাগ, বারিধারা এবং বসুন্ধরায় তাদের বেশ কিছু প্রকল্প রয়েছে।
এছাড়াও লালমাটিয়া, বনানী এবং বসুন্ধরা এলাকায় তাদের নতুন কিছু প্রকল্প চালু করা হচ্ছে।
তিনি আরও জানান, শেষ দিনেই বেশি সাড়া পেয়েছেন তারা। গত ৪ দিনে ক্রেতারা মেলা ঘুরে দেখেছেন এবং আজ শেষ দিনে তারা সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১