ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে চাল-ভাতের অভাব ছিল, এখন নেই: টিপু মুনশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
বাংলাদেশে চাল-ভাতের অভাব ছিল, এখন নেই: টিপু মুনশি

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশে একটা সময় চালের অভাব, ভাতের অভাব ছিল। এখন আর সেসব নেই। দিন বদলে গেছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদ্যপণ্যের রপ্তানি বাড়াতে সবধরনের সহযোগিতা করবে সরকার।

কৃষি প্রক্রিয়াজাতকৃত খাদ্য রপ্তানি করতে সরকার যে প্রণোদনা দিয়ে থাকে, সেটাও অব্যাহত রাখা হবে।

‘মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এখন নানা ধরনের খাদ্য খেতে শিখেছে। নানা ধরনের খাদ্য পণ্য উৎপাদনও করছে দেশিয় প্রতিষ্ঠান। এ দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন। একটা সময় সামান্য আয় হতো। এখন এ খাত থেকে সাড়ে ৭শ মিলিয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে। ’

সময় এখন বাংলাদেশের উল্লেখ করে টিপু মুনশি বলেন, সময় এখন বাংলাদেশের। এই মেলায় বিদেশি বহু প্রতিষ্ঠান নানা ধরনের প্রযুক্তি নিয়ে এসেছে। এটা থেকে পরিষ্কার যে, বাংলাদেশ পরবর্তী টার্গেট। বাংলাদেশ সঠিক পথে আছে।  

বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) প্রেসিডেন্ট আ ফ ম ফখরুল ইসলাম মুনশির সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মোয়াজ্জেম হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বাবলু কুমার সাহা, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন।

ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাপার জেনারেল সেক্রেটারি ইকতাদুল হক।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।