bangla news

রংপুরে আয়কর আদায় ২৫ কোটি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-২১ ১:১৫:৫৭ এএম
প্রেস ব্রিফিং। ছবি: বাংলানিউজ 

প্রেস ব্রিফিং। ছবি: বাংলানিউজ 

রংপুর: রংপুরে সপ্তাহব্যাপী আয়কর মেলায় ২৫ কোটি টাকার বেশি কর আদায় হয়েছে। বিগত বছরের চেয়ে এবার কর আদায় হয়েছে প্রায় দেড় কোটি টাকার বেশি । 

বুধবার (২০ নভেম্বর) আয়কর মেলার শেষদিনের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর কর অঞ্চলের কর কমিশনার মো. আবদুল লতিফ।

তিনি বলেন, রংপুরে কর মেলায় গত সাত দিনে প্রায় ৮০ হাজার করদাতা সেবাগ্রহণ করেছেন। রিটার্ন জমা দিয়েছেন ৩৮ হাজার ১৮ জন। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১ হাজার ৩৫৮ জন। এবার মেলায় পুনরায় রেজিস্ট্রেশন করেছেন ছয় জন।

কর কমিশনার জানান, গত বছরের চেয়ে এবার মেলায় আয়কর বেশি আদায় হয়েছে। মোট দাখিলকৃত রির্টানের বিপরীতে ২৫ কোটি ১২ লাখ ৩৭ হাজার ১০৩ টাকা কর আদায় হয়েছে। যা গত বছর ছিল ২৩ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৮৪৯ টাকা।

প্রেস ব্রিফিংয়ে উপ-কর কমিশনার সুমন কুমার বর্মণ জানান, আয়কর মেলাতে উল্লেখযোগ্য সংখ্যক করদাতা উৎসব ও আনন্দমুখর পরিবেশে আয়কর রিটার্ন দাখিল করেছেন। মেলায় একই স্থানে আয়কর রিটার্ন ফরম ও চালান সংগ্রহ, পরামর্শ গ্রহণ এবং ব্যাংক ও ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর জমা দিয়ে স্বল্প সময়ে সেবা নিতে পেরে খুশি করদাতারা।  

তিনি আরও জানান, গত বছর আয়কর মেলায় সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা ছিল প্রায় ৫৮ হাজার। যা গত বছরের চেয়ে ২২ হাজার বেশি। 

মেলা শেষ হয়ে গেলেও এখনও যারা রিটার্ন দাখিলসহ কর দিতে পারেননি, তারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর দেওয়ার সুযোগ পাবেন।

এবছর রংপুর কর অঞ্চলের আওতায় রংপুর মহানগরীসহ সাত জেলা ও পাঁচটি উপজেলার মোট ১২টি ভেন্যুতে আয়কর মেলার আয়োজন করা হয়। 

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
কেএসডি

ক্লিক করুন, আরো পড়ুন :   রংপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-21 01:15:57