bangla news

সিলেটে চারদিনে ২০ কোটি ছাড়িয়েছে কর আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৭ ৭:৪৪:৩৬ পিএম
আয়কর মেলায় লোকজনের ভিড়

আয়কর মেলায় লোকজনের ভিড়

সিলেট: সিলেটে আয়কর মেলায় চারদিনে ২০ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ২৯১ টাকা কর আদায় হয়েছে। মেলায় এ পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ৭ হাজার ৩১৬ জন, সেবা নিয়েছেন ১৭ হাজার ৮৩ জন। আর নতুন করে ই-টিআইএন নিয়েছেন ৪৩২ জন। 
 

কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, এরমধ্যে রোববার (১৭ নভেম্বর) সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা ও গোলাপগঞ্জ, ছাতক, বালাগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মেলা থেকে মোট কর আদায় হয়েছে ৪ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৩ হাজার টাকা, রিটার্ন দাখিল করেছেন ২ হাজার ৭৮১ জন, সেবা নিয়েছেন ৬ হাজার ৯৭ জন এবং ২৪১ জন নতুন ই-টিআইএন নিয়েছেন।
 
এর আগে শনিবার (১৬ নভেম্বর) মেলার তৃতীয় দিনে সিলেট বিভাগে মেলা থেকে ১৬ কোটি ৬১ লাখ ১ হাজার ৭৯৮ টাকা কর আদায় হয়।
 
মেলা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রোববার সিলেট নগরের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত সাত দিনব্যাপী মেলার তৃতীয় দিনে কর আদায় হয় ৪ কোটি ২ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা, রিটার্ন দাখিল করেন ১ হাজার ৩৬৮ জন, সেবা নেন ৩ হাজার ৪০৫ জন, নতুন ই-টিআইএন নিয়েছেন আরও ৯২ জন।
 
গত চার দিনে নগরীর রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামের মেলায় ৪ হাজার ৪৫৯ জন রিটার্ন দাখিল করেন, বিপরীতে কর আদায় হয় ২০ কোটি ২৯ লাখ ৯ হাজার ৮১৪ টাকা। এখানে মোট সেবা গ্রহিতা ১১ হাজার ৪৮৬ জন এবং নতুন করে ই-টিআইএন নেন ২৬৬ জন।    
 
মৌলভীবাজারের কর মেলায় গত ৩ দিনে ১ হাজার ৫৮৮ জন রিটার্ন দাখিল করেন। বিপরীতে আদায় হয় ৩৭ লাখ ৬৫ হাজার ৭১৫ টাকা। মোট সেবা নেন ২ হাজার ২৫৫ জন এবং ১০০ জন ই-টিআইএন নিয়েছেন। রোববার মেলায় রিটার্ন দিয়েছেন ৪৯৮ জন, বিপরীতে আদায় হয় ৭ লাখ ৬২ হাজার ৬৭২ টাকা। এদিন সেবা নিয়েছেন ৭৭৮ জন এবং নতুন করে ই-টিআইএন নিয়েছেন ৬১ জন।
 
সুনামগঞ্জে ২ দিনে মেলায় ৪০৩ জন রিটার্ন দাখিল করেছেন, বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৪১৮ টাকা। দুই দিনে সেবা নিয়েছেন ১ হাজার ৮৫৮ জন এবং ৪৫ জন নতুন ই-টিআইএনধারী হয়েছেন। রোববার মেলায় রিটার্ন দিয়েছেন ২৬৪ জন, বিপরীতে ১ লাখ ৪৭ হাজার ১৩২ টাকা আদায় হয়েছে। এদিন সেবা নেন ৯৮৬ জন এবং ৩১ জন ই-টিআইএন খোলেন।
  
হবিগঞ্জ জেলায় চার দিনব্যাপী মেলা রোববার শুরু হয়েছে। এদিন মেলা থেকে ৫ লাখ ৩৮ হাজার ৭৬৪ টাকা আদায় হয়েছে। এই জেলায় রিটার্ন দাখিল করেছেন ৩৫৮ জন এবং সেবা নিয়েছেন ৬২৫ জন ও ৪০ জন নতুন করে ই-টিআইএনধারী হয়েছেন।
 
গোলাপগঞ্জ উপজেলায় ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া দুই দিনের মেলা সমাপ্ত হয়েছে রোববার। এ দুইদিনে আদায় হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৭২০ টাকা। রিটার্ন দাখিল করেন ৯২ জন, সেবা নেন ১৩১ জন এবং নতুন করে ই-টিআইএন নেন দু’জন। এরআগে শনিবার এ উপজেলায় মেলার প্রথম দিনে রিটার্ন দাখিল করেন ৩৭ জন, বিপরীতে ৮৯ হাজার ৭২০ টাকা কর আদায় করা হয় এবং একজনে নতুন ই-টিআইএন গ্রহণ করেন।
 
সুনামগঞ্জে ছাতক উপজেলায় দুই দিনব্যাপী মেলার প্রথম দিনে রোববার ৩০ জন রিটার্ন দাখিল করেন। বিপরীতে ১৩ হাজার ৫৮৯ টাকা কর আদায় হয়। এদিন মেলায় এসে সেবা নেন ৭০ জন।

সিলেটের বালাগঞ্জ উপজেলায় মেলার দুই দিনে (১৫ ও ১৬ নভেম্বর) আদায় ছিল ১ লাখ ৩২ হাজার ৬৩৫ টাকা। রিটার্ন দাখিল করেন ১৭৮ জনে, সেবা নেন ৫০১ জন এবং ৩ জন নতুন ই-টিআইএন নেন।
 
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোববার থেকে দুই দিনের মেলা শুরু হয়েছে। মেলার প্রথম দিনে আদায় হয় ২ লাখ ৮৩ হাজার ৬৩৬ টাকা। বিপরীতে ২০৮ জন রিটার্ন দিয়েছেন। সেবা নিয়েছেন ১৫৭ জন এবং ১৬ জন নতুন করে ই-টিআইএন নিয়েছেন।
 
‘আমরা স্বাবলম্বী হব সকলে কর দেব’ এই স্লোগানে সাত দিনব্যাপী আয়কর মেলা গত বৃহস্পতিবার উদ্বোধন হয়। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলায় সার্ভিস ডেস্ক, ই-টিআইএন, রিটার্ন গ্রহণ, সঞ্চয়ী ব্যুরো, সামরিক-আধা সামরিক, সশস্ত্র বাহিনী ও মুক্তিযোদ্ধা বুথ, সিনিয়র সিটিজেন, আইনজীবী, মহিলা, প্রতিবন্ধী ও সাংবাদিকদের ব্যাংকসহ ২৫টি বুথের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এনইউ/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-17 19:44:36