ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জার্মানি ৬৩২ কোটি টাকা সহায়তা দিচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১
জার্মানি ৬৩২ কোটি টাকা সহায়তা দিচ্ছে

ঢাকা: বাংলাদেশকে সহায়তা হিসেবে জার্মানি ৬৩২ কোটি টাকা দিচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ একাধিক প্রকল্পে এই টাকা দেওয়া হচ্ছে।



রোববার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত দুটি সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ এবং ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশেল এ চুক্তি স্বাক্ষর করেন।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সোশ্যাল হেলথ প্রোটেকশন ইনোভেটিভ হেলথ ফাইন্যানিন্সং মেকানিজম, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম ও ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেড আরবান ডেভলপমেন্ট ইন খুলনা প্রকল্পের জন্য জার্মানি ৪২৬ কোটি টাকা দিচ্ছে।

এছাড়া সাপোর্ট ফর সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টান্ডার্ডস, গুড গভর্নেন্স ইন আরবান এরিয়াস, ইমপ্রুভমেন্ট অব দ্য রিয়েল সিচুয়েশন অব ওভারক্রাউডিং ইন প্রিজনস, রিনিউএ্যাবল এনার্জি অ্যান্ড এনার্জি ইফিসিয়েন্সি প্রোগ্রাম, ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি প্রোটেকশন প্রকল্প, ইমপ্রুভড কোয়ালিটি অ্যান্ড ইনক্রিজড ইউজ অব ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস, সাসটেইনেবল ডেভলপমেন্ট অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন ইন কোস্টাল প্রোটেকশন ফরেস্টস প্রকল্পে দিচ্ছে ২০৬ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।