ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে সোনালী ব্যাংকের অনলাইন কার্যক্রম শুরু

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
রাজশাহীতে সোনালী ব্যাংকের অনলাইন কার্যক্রম শুরু

রাজশাহী: রাজশাহীতে এবার অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু করলো সোনালী ব্যাংক লিমিটেড।

রোববার দুপুরে ব্যাংকের মহাব্যবস্থাপক হাসান ইকবাল নগরীর আলুপট্টির করপোরেট শাখায় কার্যক্রমের উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অনলাইন কার্যক্রম চালুর মাধ্যমে সোনালী ব্যাংক গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে পারবে। এখন দেশের যে কোনো জায়গা থেকে লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

তিনি আরও জানান, ব্যাংকের ৯২৮টি শাখা চলতি বছরের মধ্যেই অনলাইন সেবার আওতায় আসবে।
এছাড়া চলতি বছরের মধ্যে সোনালী ব্যাংক রাজশাহীতে এটিএম বুথ ও এসএমএস ব্যাংকিং সুবিধা চালু করতে যাচ্ছে বলেও জানান তিনি।

সারা দেশে সোনালী ব্যাংকের মোট এক হাজার ১৮৪টি শাখা রয়েছে।

অনলাইন ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক গোলাম ফারুক, জোবেদা খাতুন, সহকারী মহাব্যবস্থাপক শিরিন সুলতানা, শাখা ব্যবস্থাপক মমতাজ পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।