ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসইতে সূচক আবারও ৫ হাজারের নিচে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১
ডিএসইতে সূচক আবারও ৫ হাজারের নিচে

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে।

রোববার ডিএসইর সাধারণ সূচক ৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে আবারও পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।

এদিন ডিএসইর সাধারণ সূচক দাঁড়ায় চার হাজার ৯৯৬ দশমিক ৩৪ পয়েন্ট।

রোববার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টি, কমেছে ১১৮টি এবং অপরিবর্তিত রয়েছে আটটি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক ছিল পাঁচ হাজার ১৭ পয়েন্ট। এর আগে গত ১৪ ডিসেম্বর ডিএসইর সাধারণ সূচক ছিল চার হাজার ৯৬৮ পয়েন্ট। এক কার্যদিবস পরেই ডিএসইর সাধারণ সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নামলো।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১০ কোটি। যা গত কার্যদিবসের চেয়ে ছয় কোটি কম। গত কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয ২১৬ কোটি টাকা।

দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ওয়েল, আল-আরাফা ব্যাংক, গ্রামীণফোন, স্ট্যান্ডার্ড ব্যাংক লি., ইউনাইটেড এয়ার, ন্যাশনাল ব্যাংক লি., ফুওয়াং সিরামিকস, বেক্সিমকো লি. ও এসআইবিএল।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।