bangla news

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে কর কর্মকর্তাদের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১১ ৮:১৪:২৯ পিএম
মতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

মতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে কর কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সেরা করদাতাদের সম্মাননা প্রদান ও আয়কর মেলা উপলক্ষে সোমবার (১১ নভেম্বর) বিকেলে গাজীপুর কর অঞ্চলের কর অফিসের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মো. আলী আসগরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- গাজীপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. মনির হোসেন, যুগ্ম কর কমিশনার সৈয়দ মুহিদুল হাসান, মো. আব্দুস সালাম, উপ-কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ্ শামসুল হক রিপন প্রমুখ।

অতিরিক্ত কর কমিশনার মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, আগামী ১৩ নভেম্বর সকালে গাজীপুর মহানগরের বঙ্গতাজ অডিটোরিয়ামে করদাতাদের সম্মাননা ও সনদপত্র দেওয়া এবং চার দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ মেলার উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএস/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-11 20:14:29