ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আফতাব অটোর পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

ঢাকা: আফতাব অটোমোবইল কোম্পানির উদ্যোক্তা পরিচালক শফিকুল ইসলাম তার মোট শেয়ার থেকে ৮ লাখ ৫০ হাজার শেয়ার স্ত্রী, পুত্র এবং কন্যার কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।



এতে জানানো হয়, শফিকুল ইসলামের কাছে মোট এক কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৪৮৬টি শেয়ার রয়েছে। এরমধ্যে তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যাকে ৮ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।

শফিকুল ইসলামের স্ত্রী খালেদা ইসলামকে ৪ লাখ, তার পুত্র সাইফুল ইসলামকে এক লাখ ৫০ হাজার, অন্যপুত্র সাজেদুল ইসলামকে এক লাখ ৫০ হাজার এবং কন্যা ফারহানা ইসলামকে এক লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।

শফিকুল ইসলামের স্ত্রী, পুত্র ও কন্যা সবাই আফতার অটোর উদ্যোক্তা পরিচালক। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এ শেয়ার হস্তান্তর করবেন বলে ডিএসইর ওয়েব সাইটে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad