ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সূচক বাড়লেও লেনদেন কমেছে ৬ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১
সূচক বাড়লেও লেনদেন কমেছে ৬ কোটি টাকা

ঢাকা: গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনভর সূচক ওঠানামা করেছে। এদিন লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৬ কোটি টাকা।

ওদিকে সকাল ১০টায় মতিঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়। এ সময় এ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুঁজিবাজারে এর কোনো প্রভাব পড়েনি।

মতিঝিলের লঙ্কাবাংলা ফাইন্যান্স, আজম সিকিউরিটিজ, এম সিকিউরিটিজ, এলায়েন্স সিকিউরিটিজ, এফসিএম সিকিউরিটিজ, ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ
ঘুরে দেখা গেছে, এগুলোতে স্বাভাবিকভাবেই  লেনদেন হয়। বিনিয়োগকারীরা আগের দিনগুলোর মতই শেয়ার বেচাকেনা করেন।

আজম সিকিউরিটিজের বিনিয়োগকারী মানিক বলেন, ‘আমরা কোনো কিছুতে আতঙ্কিত হইনি। আগের দিনগুলোর মতোই লেনদেন করেছি। ’

রোববার প্রথম পাঁচ মিনিটে অর্থাৎ সকাল ১১টা ৫ মনিটে ডিএসইর সাধারণ সূচক ১৭ পয়েন্ট কমে যায়। এরপর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়। লেনদেনের প্রথম ১৫ মিনিটে মূল্যসূচক ৪ পয়েন্ট কমে পৌঁছে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে। সোয়া একঘণ্টা শেষে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বাড়ে। সোয়া দুইঘণ্টা শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে এক পয়েন্ট বেড়ে ৫ হাজার এক পয়েন্টে অবস্থান করে। এভাবেই সারাদিন লেনদেন চলে।
 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টি, কমেছে ১১৮টি এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল- যাথাক্রমে মার্কেন্টাইল ব্যাংক, যমুনা অয়েল, আল-আরাফা ব্যাংক, গ্রামীণফোন, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড এয়ার, ন্যাশনাল ব্যাংক, ফুওয়াং সিরামিক, বেক্সিমকো ও এসআইবিএল।

এদিন লেনদেন হয়েছে মোট ২১০ কোটি টাকা। আগের কার্যদিবস গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২১৬ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।