ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পদ্মা অয়েলের ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
পদ্মা অয়েলের ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৯ টাকা ৭ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪২ টাকা ৮৫ পয়সা।

আগামী বছরের ১৮ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল ১১টায় নেভি কনভেনশন সেন্টার টাইগার পাস, সার্কেল আম বাগান রোড চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

এদিকে, কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মাসের  অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৪৯ পয়সা। যা এর আগের বছর একই সময় ৭ টাকা ছিল।

এ সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫০ টাকা ৩৪ পয়সা। যা গত বছরের একই সময় ছিল ১৪২ টাকা ৮৫ পয়সা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।