ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক থেকে আর ঋণ নিয়েন না: সরকারকে এফবিসিসিআই সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১
ব্যাংক থেকে আর ঋণ নিয়েন না: সরকারকে এফবিসিসিআই সভাপতি

ঢাকা: ব্যাংক থেকে নতুন করে অধিক ঋণ না নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ।

শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে ‘পঞ্চম এফবিসিসিআই এসএমই ফেয়ার ২০১১’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি এ আহবান জানান।



বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, সরকার ইতিমধ্যেই ব্যাংকিং খাত থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এ অবস্থায় ব্যাংকিং খাত থেকে আরও ঋণ না নেওয়ার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। ’

তিনি বলেন, ‘ঋণ নেওয়ার পরিবর্তে আমরা সরকারকে প্রয়োজনে বাজেট থেকে কিছু কাট-ছাঁট করার পরামর্শ দিয়েছি। ’

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, ‘ব্যাংকিং খাত থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়টি সরকারের বাজেট ঘোষণাতেই ছিল। তবে এফবিসিসিআই বরাবরই ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ করার বিষয়টি নিরুৎসাহিত করে আসছে। ব্যাংকিং খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের কারণে মুদ্রাস্ফীতি বাড়ে, ব্যাংকিং খাতে তারল্য সঙ্কট দেখা দেয় এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ সঙ্কুচিত হয়ে পড়ে। ’

বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি ১২ শতাংশ উল্লেখ করে এফসিসিসিআই সভাপতি বলেন, ‘এখন যদি সরকার ব্যাংকিং খাত থেকে আরও ২০ হাজার কোটি টাকা ঋণ নেয় তাহলে উল্লিখিত বিষয়গুলোর ওপর চাপ আরো বাড়বে। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।