ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডসের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডসের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৬ টাকা।

চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.১৩ টাকা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির এজিএম নবোদয় কনভেনশন সেন্টার মোহাম্মদপুরে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণের শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসএমএকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।