ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিকদের আন্দোলন কর্মসূচি স্থগিত

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

খুলনা: বকেয়া পরিশোধের কর্তৃপক্ষের আশ্বাসে খুলনায় দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন।

রোববার মিলগেটের সামনে বিক্ষোভ সমাবেশ করার সময় কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে কর্মসূচি আপাতত স্থগিত করেন শ্রমিকরা।



মিলের চিফ ডেপুটি অ্যাকাউন্টেন্ট মো. সাজাহান সরদার আন্দোলনকারী শ্রমিকদের ওয়েজের অর্থ পরিশোধের আশ্বাস দেন।

তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন। আগামী ৬ থেকে ৮ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। তবে মিলটি চালু বা শ্রমিকদের টারমিনেশন প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ’

শ্রমিক নেতা এইচএম শাহাদাত হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘শ্রমিকরা প্রায় ১০ মাস বেতন ভাতা পান না। রোজার মাসে অনেকেই অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। মিল কর্তৃপক্ষ ঈদের ছুটির আগে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন। তাই  কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। ’

১৮ আগস্ট দাদা ম্যাচ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইন-চার্জ মনীর উল গিয়াস বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি বলেন, ‘কর্তৃপক্ষ মিলটি বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।