ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সাইবার নিরাপত্তায় রূপালী ব্যাংকের মাসব্যাসী প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
সাইবার নিরাপত্তায় রূপালী ব্যাংকের মাসব্যাসী প্রশিক্ষণ রূপালী ব্যাংকের কর্মকর্তারা।

ঢাকা: অক্টোবর মাস আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সচেতনতা মাস। এ উপলক্ষে সব পর্যায়ের কর্মকর্তাদের মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রূপালী ব্যাংক লিমিটেড।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ শুক্রবার (১১ অক্টোবর) রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে আইটি কর্মকর্তাদের দু’দিনব্যাপী সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে এ মাসকে ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে ঘোষণা দেন।

তিনি বলেন, রূপালী ব্যাংককে ডিজিটালি এক নম্বর ব্যাংক হিসেবে গড়ে তোলা হবে।

এমডি আরও বলেন, ব্যাংক যতবেশি প্রযুক্তি সমৃদ্ধ হবে তত বেশি সাইবার ঝুঁকিতে থাকবে। তাই সাইবার ঝুঁকি মোকাবিলায় কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতেই এই প্রশিক্ষণ।

আইটি কর্মকর্তাদের প্রশিক্ষণের পর পর্যায়ক্রমে নির্বাহী কর্মকর্তা এবং মাঠপর্যায়ের সব কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম, রাইট টাইম লিমিডেটের সিইও তৌহিদুর রহমান ভূঁইয়া, রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল সালমা বানু, ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।