ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সাতদিন পর হিলিতে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
সাতদিন পর হিলিতে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু শুরু হলো হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

দিনাজপুর: সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৭ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর ফলে পোর্টের অভ্যন্তরে কর্মচাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলানিউজকে জানান, ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা যৌথভাবে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রাখা হয়।

শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিসহ ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকে। ফিরে আসবে বন্দরের কর্মচাঞ্চল্যতা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।