bangla news

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৭ ৯:৪৬:০৬ পিএম
পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ছবি: শাকিল আহমেদ

পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০১৯’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) ডিআরইউ'র সাগর রুনি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এবারের ক্রীড়া উৎসবে গোলক নিক্ষেপ, ক্যারম ও সাঁতারসহ পুরুষ সদস্যদের ৯টি এবং নারী সদস্যদের ৫টি ইভেন্টে মোট ৪৭টি পুরস্কার দেওয়া হয়।

ডিআরইউর সহ-সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউর সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, অর্থ-সম্পাদক জিয়াউল হক সবুজসহ ডিআরইউর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এমএইচ/এবি/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-07 21:46:06