bangla news

ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৬ ১২:৩৯:৩৪ পিএম
ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান

ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান

ঢাকা: ডিবিএল সিরামিকস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওই তারকার নাম ঘোষণা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া আহসানসহ ওই প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের, বায়েজিদ বাশার, ডিজিএম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এম আবু হাসিব রন, হেড অব সেলস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ।

জয়া আহসান বলেন, দেশখ্যাত সিরামিক টাইলস ব্র্যান্ড ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই কোলাবোরেশনের মাধ্যমে দেশের মানুষকে খুব ভালো কিছু উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

ওই প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের বলেন, জয়া আহসানের মতো এমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুণী অভিনেত্রীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা সত্যিই আনন্দিত এবং আমরা আশা রাখি একসঙ্গে আমরা বহুদূর এগিয়ে যাবো।

ডিবিএল সিরামিকস সর্বদা উদ্ভাবনী নকশা ও গুণগত মানের সিরামিক টাইলস দিয়ে ক্রেতার মন জয় করার চেষ্টা করছে। দেশের চাহিদা পূর্ণ করে বিদেশের মাটিতে বাংলাদেশের নামকে পৌঁছে দিতে ডিবিএল সিরামিকস অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এএটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-06 12:39:34