ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

রামপুরায় এনআরবিসি ব্যাংকের বিশেষ শাখা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
রামপুরায় এনআরবিসি ব্যাংকের বিশেষ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম তমাল পারভেজ।

ঢাকা: রাজধানীর রামপুরা বাজারে বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বিশেষ শাখা উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর ওয়াপদা রোডের রুহুল আমিন মার্কেটে শাখা কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন।
 
তিনি বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এনআরবিসি ব্যাংকের হাল ধরেন বর্তমান চেয়ারম্যান এসএম তমাল পারভেজ।

ব্যাংকটি যাত্রা শুরুর কিছুদিনের মধ্যেই খুব ভালো অবস্থানে চলে এসেছে।
 
একটি অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, এনআরবিসি ব্যাংক শৈশবেই খুব বেশি পরিপক্ক হয়েছে। ভালো সুনাম অর্জন করেছে। এনআরবিসি ব্যাংকের শাখা সম্প্রসারণ হচ্ছে। এটা খুবই ইতিবাচক।
 
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, আমরা সব সময় চেয়েছি নতুন ধরনের ব্যাংকিং সেবা দিতে। তারই আলোকে রামপুরায় স্বল্প পরিসরে বিশেষ শাখার যাত্রা শুরু হলো। এ এলাকার প্রতি আমার দুর্বলতা রয়েছে। আমার শৈশব এবং কৈশোরের অনেকটা সময় কেটেছে রাজধানীর ওয়াপদা রোডে। এখানে ছোট ছোট অনেক ব্যবসায়ী রয়েছে। দেশের বিভিন্নস্থানের ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসেন। সব ধরনের ব্যবসায়ীদের সমাগম ঘটেছে।  
 
তিনি আরও বলেন, যাদের অর্থে এ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, তাদের ৯৯ শতাংশই সাধারণ মানুষের সন্তান। আমি সাধারণ মানুষের ব্যাংকিং সেবা দেবো, সেই চিন্তা থেকেই ব্যাংক করা।
 
স্থানীয়দের উদ্দেশে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, আমাদের শাখায় আপনাদের প্রযুক্তিগতভাবে মানসম্পন্ন সেবা দেওয়া হবে। আমি সেই নিশ্চয়তা দিচ্ছি। সেবাতে কোনো রকমের গাফিলতি হলে আপনারা অন্য ব্যাংকে চলে যাবেন।  
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বাংলা টেলিভিশন চ্যানেলে প্রধান নির্বাহী কর্মকর্তা ও এনআরবিসি ব্যাংকের পরিচালক মঞ্জুরুল ইসলাম।
 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা।

অনুষ্ঠানে উদ্বোধনী আরও উপস্থিত ছিলেন সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, জনসংযোগ বিভাগের  প্রধান মো. রুহুল আমিন, গুলশান শাখার প্রধান এ কে এম রবিউল ইসলাম, এফএভিপি কামরুল হাসান, রামপুরা স্পেশাল শাখার ব্যবস্থাপক, সম্মানিত  গ্রাহকরা, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা।
 
অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।