ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফার্মগেটে এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
ফার্মগেটে এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু ফার্মগেটে এনআরবিসি ব্যাংকের যাত্রা

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে  ফার্মগেটের বাবুল টাওয়ারে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

বুধবার (০২ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে ফার্মগেট বিশেষ শাখার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক আবু মোহাম্মদ সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ।  

অনুষ্ঠানে সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, জনসংযোগ বিভাগের প্রধান মো. রুহুল আমিন, গুলশান শাখার প্রধান এ কে এম রবিউল ইসলাম, হাতিরপুল শাখার প্রধান মো. নাসিমুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবুল মিয়া, এফএভিপি কামরুল হাসান, ফার্মগেট স্পেশাল শাখার  ব্যবস্থাপক আশিকুর রহমান, গ্রাহক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad