ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য আকাশপথ-হোটেলে ছাড়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য আকাশপথ-হোটেলে ছাড়

ঢাকা: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে গ্রামীণফোনের লয়্যালটি প্ল্যাটফর্ম জিপি স্টার। গ্রাহকদের জন্য বিশ্বের শীর্ষ স্থানীয় পর্যটন, এয়ারলাইন্স, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে মোট ২০টি ব্র্যান্ডের সহায়তায় দুর্দান্ত সব প্যাকেজ অফারের আয়োজন রযেছেিএই ক্যাম্পেইনে। 
 

পর্যটন খাতে বিভিন্ন ধরনের সংশ্লিষ্ট সেবা প্রদান, ডিজিটাল সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং গ্রাহকদের জন্য বিশেষ প্যাকেজের সমন্বয়ে গ্রামীণফোন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিপণন ক্যাম্পেইনের মাধ্যমে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের ব্যবসার গতি বাড়ানোর পাশাপাশি বিশেষ ছাড় ও অফারও দিচ্ছে গ্রামীণফোন।

 
 
গ্রামীণফোন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, অফার সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইটে (https://www.grameenphone.com/bn/star-program/special-offers/tourism-campaign) জানা যাবে।
 
অনলাইন ট্র্যাভেল এজেন্সি অ্যাগোডা’র মাধ্যমে জিপি স্টার গ্রাহকেরা ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। অন্যান্য দেশের জন্য হোটেল বুকিংয়ে তারা ৮ শতাংশ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। আমাররুম-এর মাধ্যমে অনলাইনে হোটেল বুকিং এবং বাসের টিকিট ক্রয়ের ক্ষেত্রে জিপি স্টার গ্রাহকরা অতিরিক্ত ১৩ শতাংশ ছাড় সুবিধা পাবেন।  

অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ক্রেতাদের জন্য থাকছে ১৫ শতাংশ ছাড়। ‘মেইক অ্যা উইশ’-এর চলমান প্যাকেজের সবক্ষেত্রে ১০ শতাংশ ছাড় উপভোগ করা যাবে।  
 
পাশাপাশি ঢাকা এবং রাজশাহীতে ভিসা প্রক্রিয়া এবং জমাদানের ক্ষেত্রে তারা পূর্ণ সহযোগিতা পাবেন। ট্যুরহাব বিডি-এর মাধ্যমে জিপি গ্রাহকেরা সকল ট্যুর প্যাকেজের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় সুবিধা লাভ করতে পারবেন। ট্রিপজিপ ট্যুরস-এর মাধ্যমে জিপি স্টার গ্রাহকেরা নির্বাচিত ট্যুর প্যাকেজের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় পাবেন।
 
জিপি স্টার গ্রাহকরা বিমান হলিডেইজের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে (আন্তর্জাতিক টার্মিনাল) মিট অ্যান্ড অ্যাসিস্ট সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও একজন ব্যক্তির জন্য বিশেষ মূল্য ১৩ হাজার ৫০০ টাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট এবং কক্সবাজারের লং বিচ হোটেলে তিন রাত চার দিন থাকার সুযোগ লাভ করবেন।  

এছাড়া বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ- একজন ব্যক্তির জন্য ১২ হাজার ৯০০ টাকায় প্লেন প্যাকেজসহ অন্যান্য আরো বিশেষ সুবিধা দিয়েছে।
 
ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান গো জায়ান প্ল্যাটিনাম প্লাস, প্ল্যাটিনাম এবং গোল্ড জিপি স্টার গ্রাহকদের দিচ্ছে আন্তর্জাতিক এয়ার টিকিটের দামের ক্ষেত্রে ১৫ শতাংশ (৫০০০ টাকা পর্যন্ত) ছাড় এবং ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অভ্যন্তরীণ প্লেন টিকিটের ক্ষেত্রে ১০ শতাংশ (৫০০ টাকা পর্যন্ত) ছাড়।  

জিপি স্টার গ্রাহকদের মধ্যে যারা ৩০ অক্টোবর পর্যন্ত সব আন্তর্জাতিক রুটে টার্কিশ এয়ারলাইন্সে ভ্রমণ করবেন, তারা টিকিটের মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় লাভ করবেন। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সে সব আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে আকর্ষণীয় সুবিধা লাভ করতে পারবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা।
 
এই প্যাকেজে জিপি স্টার গ্রাহকরা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং গলফ-এ ১৫ হাজার ৪৪৪ টাকায় বিশেষ সুবিধা লাভ করতে পারবেন। অফারটি দুই জন প্রাপ্তবয়স্ক ব্যাক্তি এবং ১০ বছরের নিচে দুইজন শিশুর জন্য প্রযোজ্য (বিনামূল্যে থাকা ও খাবার সুবিধা)। অফারটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
 
জিপি স্টার গ্রাহকরা (দম্পতি) সপ্তাহের যে কোন দিন এবং ছুটির দিনে গাজীপুরের সারাহ রিসোর্টে ১-১২ অক্টোবর পর্যন্ত বিশেষ মূল্য ছাড় লাভ করতে পারবেন।
 
কক্সবাজারের লং বিচ হোটেলে জিপি স্টার গ্রাহকরা বিশেষ প্যাকেজের আওতায় ১১ হাজার ৯৯৯ টাকায় দুই রাত যাপন (অতিরিক্ত এক রাত ফ্রি) করতে পারবেন। লং বিচ হোটেল ঢাকায় জিপি স্টার গ্রাহকেরা তিন হাজার ৪০০ টাকায় বাই ওয়ান গেট ওয়ান বুফে ডিনার উপভোগ করতে পারবেন। রুম বুকিংয়ের ক্ষেত্রে রয়েল টিউলিপ সী পার্ল হোটেলে জিপি স্টার গ্রাহকরা ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
 
জিপি প্ল্যাটিনাম ও প্লাটিনাম প্লাস গ্রাহকদের জন্য জিপি স্টার স্ট্যান্ডার্ড চার্টার্ড কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড বিশেষভাবে তৈরি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
 
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।