ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঢাকাসহ ৫ জেলায় বাজার অভিযান: ৪ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সোমবার ঢাকার কেরানীগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বগুড়ায় বাজার অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৩৬ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব এবিএম বদিউজ্জামান এর নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে, উপপরিচালক জুবায়ের আহমেদ চট্টগ্রামে, উপসচিব মোঃ হুমায়ুন কবীর সিলেটে, উপপরিচালক আবুল হাশেম খুলনায় এবং রাজশাহী বিভাগীয় উপপরিচালক সুকুমার চন্দ্র ক-ু বগুড়া জেলায় এ পরিদর্শনমূলক অভিযান পরিচালনা করেন।


অভিযানে ক্যাব, স্থানীয় চে¤¦ার প্রতিনিধি, র‌্যাব, সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসন সহায়তা দেয়।
পরিদর্শনকারী টিম সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌরাস্তা, কালীগঞ্জ বাজার এলাকার তৌহিত মেডিসিন সেন্টার, মানিক কনফেকসনারি, নান্নু কনফেকসনারি, ঢাকা স্টোর, তানিয়া ফার্মেসি, হক ফার্মেসি, খেয়া মেডিকেল হল, আদি আজিজ বেকারিসহ ৮টি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চট্টগ্রামের হালিশহরস্থ থানাধীন বড়পুল কাঁচাবাজার ও সন্নিহিত এলাকায় ১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ৯১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিলেট শহরের ধোপাদিঘী দক্ষিণপাড়া, মেহেন্দীনাগ ও  চৌহাট্টা এলাকার ৫টি প্রতিষ্ঠান থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খুলনার ডুমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারে পরিচালিত অভিযানে ৯টি প্রতিষ্ঠান থেকে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া ও নূরানী মোড় এলাকায় পরিচালিত অভিযানে ৪টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৬০ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়।

একইদিন সরকারের তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।