ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাটেক্সপো মেলা: শেষ দিনে প্রচুর দর্শনার্খী-বায়ার সমাগম

আল মাসুদ নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১
বাটেক্সপো মেলা: শেষ দিনে প্রচুর দর্শনার্খী-বায়ার সমাগম

ঢাকা: এবারের বাটেক্সপো মেলার শেষ দিন দর্শনার্থী ও বিদেশি বায়ারদের সমাগমে জমে ওঠেছে।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত এ মেলা ঘুরে এমনটিই দেখা গেছে।


 
বিজিএমইএ এবং বায়ার রেজিস্ট্রেশন লাউঞ্জ সূত্রে জানা যায়, এবারের মেলায় দেশি-বিদেশি মোট ১৯২টি স্টল রয়েছে।

এর মধ্যে ৯৬টি স্টল বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের এবং বাকি ৯৬ টি প্রতিষ্ঠান বিদেশি।

বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশই এশিয়া মহাদেশের। মেলায় কোনও কোনও প্রতিষ্ঠানের একাধিক স্টলও রয়েছে।

সিনহা ফেব্রিকস্ লিমিটেড নামে একটি স্টালের দায়িত্বরত মাহফুজুর রহমান আসিফ বাংলানিউজকে জানান, তাদের প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে পণ্য বিক্রি করেন না। তাদের পণ্য পুরোপুরি দেশের বাইরে রপ্তানি হয়।

এ মেলার মাধ্যমে বিদেশি বায়ারদের সঙ্গে তাদের একটি ভালো যোগসূত্র তৈরি হয়ে দাবি করে তিনি আরও জানান, বায়াররাও তাদের স্টলে এসে মালামাল দেখেছেন।

তবে তাৎক্ষণিক কোনও অর্ডার তারা এখনও পাননি। আশা করছেন অবশ্যই বায়ারদের কাছ তারা ভালো সাড়া পাবেন।

স্টল ইয়ং সক্সের দায়িত্বরত আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‌স্পট অর্ডার পাইনি। তবে সাপোর্ট ডেভেলপমেন্টের অর্ডার পেয়েছি। এ মেলার মাধ্যমে পোশাক ব্যবসা ২০ থেকে ২৫ শতাংশ উন্নতি করবে। ‘

তবে গতবারের তুলনায় এবারের মেলায় বায়ারদের সাড়া অনেক কম বলেও জানান তিনি।

মেলার দর্শনার্থী রাসেল বাংলানিউজকে বলেন, বিজিএমই’র এ ধরনের উদ্যোগ অনেক ভালো একটা উদ্যোগ। এ ধরনের উদ্যোগ আরও ব্যাপকভাবে নেওয়া হলে পোশাক শিল্পে আন্তর্জাতিক স্থান লাভ করবে বাংলাদেশ।

আরেক দর্শনার্থী মাসুদ এসছেন মিরপুর থেকে। তিনি পোশাক শিল্পের এক্সেসরিজ ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি বাংলানিউজকে বলেন, ‘গার্মেন্টস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বোতাম, চেইনসহ যাবতীয় এক্সেসরিজ আমি সাপ্লাই করে থাকি। এ মেলার মাধ্যমে অনেক বায়ারদের সঙ্গে আমারও যোগাযোগ তৈরি হয়েছে। ‘

তিনি আরও বলেন, ‌‌এছাড়াও দেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কী ধরনের মালামালের চাহিদা রয়েছে এবং কী ধরনের নতুন মালামাল বাজারে এসেছে তা সম্পর্কে ব্যাপক একটি ধারণা পেয়েছি। আশা করছি এ মেলার মাধ্যমে দু-একটি অর্ডার পেয়ে যাব। ’

এ মেলার ব্যাপারে বিজিএমইএ’র যুগ্মসচিব (শ্রম) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাংলাদেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করা এবং আন্তির্জাতিক বাজারে দেশীয় পণ্য তুলে ধরার জন্যই বিজিএমইএ প্রতিবছর বাটেক্সপো মেলার আয়োজন করে। এ মেলার মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্প আন্তর্জাতিক বাজারে আরও খ্যাতি লাভ করবে এবং দেশীয় পণ্যের চাহিদা বাড়বে। ‘

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বাটেক্সপো মেলা ২০১১’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার শেষ দিনে মেলার সমাপনী ঘোষণা করবেন বিরোধী দলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।    

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।