ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইবিএল চালু করলো পেরোল ব্যাংকিং সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১
ইবিএল চালু করলো পেরোল ব্যাংকিং সেবা

ঢাকা: বেতন ভাতা দেওয়ার অসুবিধা দূর করতে কোম্পানি এবং কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল চালু করেছে পেরোল ব্যাংকিং। এই পেরোল ব্যাংকিংয়ে থাকছে তিনটি নতুন সেবা।

এগুলো হল- ইবিএল এক্সিকিউটিভ একাউন্ট, ইবিএল ইজি একাউন্ট এবং ভিসা পেরোল কার্ড।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ ব্যাংকিং সেবা প্যাকেজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

প্যাকেজটির উদ্বোধন করেন ইবিএল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী আলী রেজা ইফতেখার।

আলী রেজা ইফতেখার বলেন, কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখে ইবিএল এটি চালু করেছে। এতে কোম্পানিরও সুবিধা হবে। কোম্পানিগুলো কর্মচারীদের বেতন প্রদানের ঝামেলা, নগদ টাকা বহনের ঝুকিঁ এড়াতে সক্ষম হবে। বাংলাদেশে এ জাতীয় সেবা এই প্রথম।

এ তিনটি সেবার প্রথমটি ইবিএল এক্সিকিউটিভ একাউন্ট খুললে একাউন্টধারীকে একাউন্ট বাবদ বার্ষিক কোন চার্জ দিতে হবে না। এতে সার্ভিস ফি এবং সার্ভিস ইন্টারনেট সাবক্রিপশন ফি থাকবে না। দৈনিক হিসেবের ভিত্তিতে একাউন্টধারীকে ৫ শতাংশ লাভ দেওয়া হবে। এ একাউন্ট খুলতে সেবা গ্রাহককের বেতন ন্যুনতম ১৫ হাজার টাকা হতে হবে।

ইবিএল ইজি একাউন্ট, এই একাউন্টটি খুলতে গ্রাহকের বেতন কমপক্ষে ৫ হাজার টাকা হতে হবে। এটিতে অন্যন্য সুবিধার সাথে সাথে দৈনিক হিসেবের ভিত্তিতে সেবা গ্রাহককে ৩ শতাংশ লাভ দেওয়া হবে।

ভিসা পেরোল কার্ড, এই সেবাটিতে চেক ব্যবস্থার পরিবর্তে থাকবে কার্ড পদ্ধতি। এই কার্ড দিয়ে সহজে টাকা তোলার সকল ব্যবস্থা থাকবে।

এই সেবাগ্রাহকদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা রাখা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, হেড অব ব্র্যান্ড এন্ড মার্কেটিং জিয়াউল করিম, ডেহ অব ক্লাস্টার মো: সাদ উল্লাহ, হেড অব কার্ডস নাজিম এ চৌধুরীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ঘণ্টা; ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।