ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা অভিযান, ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরোধে চার ব্যবসায়ীকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নারুলী ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও এ টি এম কামরুল ইসলাম এপিবিএন সদস্যদের সহযোগিতায় সদর উপজেলার নারুলী ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় প্রায় দুইঘণ্টা অভিযান চালায়। অভিযানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় সততা জেনারেল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ৫ হাজার, শামীম স্টোরের মালিক শামীম আহম্মেদকে ২ হাজার, খান অটোরাইচ মিলের মালিক শাফিউল ইসলামকে ১ লাখ ও মেসার্স জ্যোতি বস্তা অ্যান্ড চাউল ঘরের মালিক শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad