ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ট্রাক সেলের মাধ্যমে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
ট্রাক সেলের মাধ্যমে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত ট্রাকে পেঁয়াজ তুলছেন শ্রমিকরা। ফাইল ফটো

ঢাকা: বাজারদরের ঊর্ধ্বগতি রোধে সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে ন্যায্যমূল্যে ট্রাক সেলের মাধ্যমে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৫ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

সম্প্রতি ভারত পেঁয়াজের রপ্তানি-মূল্য তিনগুণ বাড়ানোয় বাংলাদেশের বাজারে যেন এর প্রভাব না পড়ে, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। ব্যবসায়ীদের আশঙ্কা, ভারত থেকে পেঁয়াজ না এলে দেশের বাজারে দাম আরও বাড়বে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পেঁয়াজ আমাদানির ক্ষেত্রে এলসি মার্জিন ও সুদের হার কমানোয় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

এছাড়া, বন্দরে আমদানি করা পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুত শেষ করা ও নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করতেও যথাযথ কর্তৃপক্ষ বরাবর চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এমআইএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।