ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে সিএসইর বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১

ঢাকা: মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর অনুমোদিত প্রতিনিধিদের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি নিরূপণের লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা।

রোববার বিকেল ৩টায় এসইসি’র সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



এ সময় এসইসির সদস্যদের সঙ্গে সিএসই’র ৩ জন ও ডিএসই’র ৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন সাংবাদিকদের বলেন, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর অনুমোদিত প্রতিনিধিরা অনেক সময় অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি করে থাকে।

তিনি আরও বলেন, এছাড়া লেনদেন চলাকালে (সকাল ১১টা থেকে বিকেল ৩টা) অনেক সময় সফটওয়ারের সমস্যার কারণে ভুল হয়ে যায়। তাই এ ধরণের ভুলত্রুটি নিরূপণের লক্ষ্যে আমরা এসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সঙ্গে আলোচনা করেছি।

 পাশাপাশি বৈঠকে পুঁজিবাজারে কারসাজি রোধে প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।