ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে দারাজের ‘সেলার সামিট’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
রাজশাহীতে দারাজের ‘সেলার সামিট’ সেলার সামিটে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোস্তাহিদল হক।

ঢাকা: দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ ই-কমার্স বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে প্রথমবারের মতো রাজশাহীতে অনুষ্ঠিত হলো সেলার সামিট-২০১৯। 

গত বছর আলিবাবা ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার পরে দারাজে যেসব নতুন প্রযুক্তিগত পরিবর্তন এসেছে সে সম্পর্কে বিক্রেতাদের অবগত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাজশাহীর নাইস কনভেনশন সেন্টার হলে অনুষ্ঠিত সেলার সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোস্তাহিদল হক।

 

এতে আরও উপস্থিত ছিলেন দারাজের চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেলার সামিটে প্রায় ২৫০ জন বিক্রেতা অংশ নেন।  

অনুষ্ঠানে দারাজের এমডি মোস্তাহিদল বলেন, গত বছর আমরা শুধু ঢাকা ও চট্টগ্রামে সেলার সামিটের আয়োজন করেছিলাম। এ ধারাবাহিকতা বজায় রাখতে ও দেশের সব বিক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে এবার সেলার সামিট বিভিন্ন জেলায় আয়োজন করছি। আমরা জানি দারাজ বাংলাদেশ শুধুমাত্র ঢাকা ভিত্তিক বিক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা দেশেই ছড়িয়ে আছে। তাই ভবিষ্যতে আমরা তাদের কথা মাথায় রেখে আরও বড় পদক্ষেপ নেবো। আশা করছি দারাজের উন্নত ও নতুন প্রযুক্তির ফলে বিক্রেতা, উদ্যোক্তা এবং ক্রেতা সবাই লাভবান হবেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।