bangla news

বন্যার্তদের ত্রাণ দিলো ইসলামী ব্যাংক সিলেট জোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৩ ৩:৪৮:৩৯ এএম
সুনামগঞ্জ জেলায় বন্যার্তদের মধ্যে ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ জেলায় বন্যার্তদের মধ্যে ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের উদ্যোগে সম্প্রতি অঞ্চলের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইসলামী ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সুনামগঞ্জ জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেখানকার বিভিন্ন এলাকায় ত্রাণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সৈয়দ তরিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনপ্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ শাখাপ্রধান কায়সার আহমেদ।
 
ত্রাণ বিতরণ করা হয় সুনামগঞ্জ জেলার কুরবাননগর, গৌড়ারং, রংগাড়চর, তাহিরপুর ও জামালগঞ্জে এবং সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, পেঁয়াজ, আলু, চিড়া, চিনি, ডাল, তেল ও লবণ।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এসই/এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-23 03:48:39