ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এমএফএসের অপব্যবহার রোধে জয়পুরহাটে বিকাশের কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এমএফএসের অপব্যবহার রোধে জয়পুরহাটে বিকাশের কর্মশালা কর্মশালা, ছবি: বাংলানিউজ

ঢাকা: জয়পুরহাটে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবার অপব্যবহার রোধে  করণীয় শীর্ষক সমন্বয় কর্মশালা করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

সোমবার (১৫ জুলাই) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মশালায় এমএফএস সেবার অপব্যবহার রোধে এবং তা প্রতিরোধে সচেতনতা তৈরিতে এজেন্টরা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিভাবে এমএফএসের অপব্যবহার রোধে ভূমিকা পালন করতে পারে-ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

এমএফএস সেবার অপব্যবহার রোধে বিকাশ সারাদেশের বিভিন্ন জেলায় এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের জন্য নিয়মিত এ ধরনের কর্মশালা আয়োজন করে আসছে।

কর্মশালায় বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম, জয়পুরহাট জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি সাজ্জাদ হোসেন ও ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেইন উপস্থিত ছিলেন।

এছাড়া জয়পুরহাটের স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, বিকাশের ডিস্ট্রিবিউটর ও এজেন্টরা কর্মশালায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।