ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ ৯ দরপ্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১
কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ ৯ দরপ্রস্তাব অনুমোদন

ঢাকা: চামড়া শিল্প নগরীর জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনসহ ৯টি দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।



সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব নুরুল করিম সাংবাদিকদের এসব অনুমোদনের কথা জানান।

নুরুল করিম জানান, সিইটিপি প্রকল্পটি একটি যৌথ উদ্যোগ। যৌথভাবে এটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে চীনভিত্তিক কোম্পানি জেএলএফসিপিএল এবং বাংলাদেশি প্রতিষ্ঠান ডিসিএল।

এটি বাস্তবায়নে ব্যয় হবে ৪৭৭ কোটি ৪৬ লাখ ৩১ হাজার টাকা।

অন্যান্য দরপত্রগুলোর মধ্যে বাংলাদেশ সরকার ও জাপানি ঋণ মওকুফ তহবিলের অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কন্ট্রাক্ট প্যাকেজ নম্বর ৭ ও ১০-এর আওতায় ৩০ দশমিক ৯৫ কিলোমিটার সড়কাংশে জরুরি মেরামত কাজের অতিরিক্ত কার্যাদেশ পেয়েছে রেজা কন্স্ট্রাকশন্স।

এতে ব্যয় হবে ২৭ কোটি ৩৭ লাখ টাকা।

বাংলাদেশ রেলওয়ের ‘রাজশাহী-রহনপুর বর্ডার ও আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সেকশনসমূহ পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘রাজশাহী-আমনুরা’ এবং চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর বর্ডার’-এর দু’টি ভেরিয়েশন অর্ডার অনুমোদন দেওয়া হয়েছে।

এ দু’টি প্রকল্পে ব্যয় হবে যথাক্রমে ৬৩ কোটি ১১ লাখ টাকা ও ৫ কোটি ৩৭ লাখ টাকা।

‘উত্তরা আদর্শ আবাসিক শহর (তৃতীয় প্রকল্প)’ শীর্ষক প্রকল্পের আওতায় ৫ নম্বর ও ৬ নম্বর সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে যথাক্রমে শামসুদ্দিন আহমেদ অ্যান্ড কোম্পানি এবং উদয়ন বিল্ডার্স।

এর মধ্যে ৫ নম্বরটি নির্মাণে ব্যয় হবে ১৩ কোটি ৯৪ লাখ টাকা এবং ৬ নম্বরটি নির্মাণে ব্যয় হবে ১৩ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা।
 
সরকারি পর্যায়ে আবুধাবি ও সৌদি আরব থেকে ৭ লাখ টন করে ১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।

এ খাতে ব্যয় হবে মোট ৪২ হাজার ৮২৫ কোটি টাকা।
 
আইসিটি ট্রেনিং ও রিসোর্স সেন্টারের জন্য ‘টং ইয়ং সিস্টেম’ নামক কোরিয়াভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে ব্যয় হবে ১৫ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকা।
 
এছাড়া কাতার থেকে ১৫ হাজার টন গিল্ড ইউরিয়া সার আমদানি করা হব। এতে ব্যয় হবে ৬০ কোটি ৯৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।