ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারবাজারে দরপতন চলছেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১
শেয়ারবাজারে দরপতন চলছেই

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। এদিন ডিএসইতে ২১৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১০৯ পয়েন্ট।

আগের দিন রোববার সূচক কমেছিল ৭৫ পয়েন্ট।
     
সোমবার ডিএসইর সূচক বেড়ে লেনদেন শুরু হলেও তা ৫ মিনিটের বেশি স্থায়ী হয়নি। এরপরই ধীরে ধীরে কমতে থাকে সূচক যা দিনশেষে বড় ধরনের পতন দিয়ে শেষ হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইর সাধারণ সূচক ১০৯ পয়েন্ট কমে ৫০৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪টিরই দাম বেড়েছে। কমেছে ২১৩টির আর অপরিবর্তিত ছিল ০৯টি প্রতিষ্ঠানের দাম।

স্টক এক্সচেঞ্জটিতে মোট ২২৩ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।

সোমবার ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান ছিল- ফুওয়াং সিরামিক, বেক্সিমকো, যমুনা অয়েল, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, বিএসসি, বেক্সিমকো ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।