ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সূচকের পতনে ডিএসইর সামনে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১
সূচকের পতনে ডিএসইর সামনে বিক্ষোভ

ঢাকা: সূচকের পতন দেখা দিলে সোমবার দুপুর দুইটা ৩০ মিনিটে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ফটকের সামনে শতাধিক লোক বিক্ষোভ করছেন।

এসময় ক্ষুদ্র বিনিয়োগকারীরা স্লোগানে বিক্ষোভকারীরা অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবী করছে।

এসময় বিপুল সংখ্যক পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে। ডিএসইর সামনের সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে দুপুরে একটার দিকে বিনিয়োগকারী ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে ৭ ডিসেম্বরের ডাকা মহাসমাবেশ স্থগিত করে। কিন্তু সূচকের পতন হলে সংবাদ সম্মেলন শেষ হতেই শতাধিক বিনিয়োগকারী ডিএসইর মূল ফটকের সামনে বিক্ষেভ শুরু করে।

এদিন দুপুর পর্যন্ত ডিএসইর সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে যায়।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।