ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এসইসির চেয়ারম্যানের সঙ্গে সিএসইর নতুন সভাপতির সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১
এসইসির চেয়ারম্যানের সঙ্গে সিএসইর নতুন সভাপতির সাক্ষাৎ

ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন সভাপতি মোহাম্মদ আল মারুফ খান।
    
বুধবার দুপুর দুইটায় কমিশনের কার্যালয়ে সিএসইর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।



সাক্ষাৎ শেষে সিএসইর নতুন সভাপতি আল মারুফ খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের পর সিএসইর নতুন পর্ষদের সঙ্গে এসইসির আজ প্রথম সাক্ষাৎ। পাশাপাশি বাজারের বর্তমান পরিস্থিতি নিয়েও চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়। বাজারে স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সিএসই সর্বাত্মক সহোযোগিতার আশ্বাস দিয়েছে। ’
 
তিনি বলেন, ‘বাজারকে স্থিতিশীল করার স্বার্থে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে আমাদের অংশগ্রহণ ছিল। এখন এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘প্রণোদন প্যাকেজে উদ্যোক্তাদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা নিয়ে যে সংশয় সৃষ্টি হয়েছিল তা আজ এসইসি নিরসন করেছে। ’

এছাড়া সামনে যদি প্রণোদনা প্যাকেজের কোনো বিষয় নিয়ে জাটিলতার সৃষ্টি হয় তাহলে তাৎক্ষণিকভাবে কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা সমাধান করা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সিএসইর নব নির্বাচিত সহ-সভাপতি এম কে এম মহিউদ্দিন সাংবাদিকদের জানান, বুধবার কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা হয়নি। নির্বাচনের পর এসইসির চেযারম্যানের সঙ্গে আমাদের প্রথম সাক্ষাৎ। সাক্ষাৎ পর্বে আমরা বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। তিনি আরও বলেন, বাজারের স্বার্থে প্রণোদনা প্যাকেজ ঘোষণার মাধ্যমে এসইসি সাধ্য মতো পদক্ষেপ নিয়েছে। এখন তা বাস্তবায়নের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার সহযোগিতা দরকার। এ প্রেক্ষিতে সিএসই সর্বাত্মক সহোযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।