ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের শুরুর পাঁচ মিনিট পরে সূচক তিন পয়েন্ট উঠলেও পরে তা কমতে থাকে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার দুপুর বারোটা পর্যন্ত সূচক ৩১ পয়েন্টের মতো কমে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ারের দাম কমে যায়। এ সময় ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে, ৩৩টির শেয়ারের দাম বাড়ে। লেনদেন হয় ৪৭ কোটি টাকার কিছু  বেশি।

এসময় লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো যমুনা অয়েল, ফু ওয়াং সিরামিকস, বেক্সিমকো লি., ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, বিএসসি, মার্কেন্টাইল ব্যাংক, বেক্সিমকো ফার্মা, জাহিন টেক্স ও এনবিএল।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।