ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পদ্মার আইপিও আবেদন গ্রহণ শুরু ২২ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১

ঢাকা: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন আগামী ২২ জানুয়ারি থেকে সংগ্রহ করা হবে। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে এ আবেদন সংগ্রহ করা হবে।

তবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এ সুযোগ থাকছে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ কোম্পানিকে আইপিও অনুমোদন দেয়।

আইপিওর মাধ্যমে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এ ছাড়া ৫০০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৪.৩৭ টাকা। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ প্রতিষ্ঠানটির বিদ্যমান ঋণ পরিশোধে ব্যয় করা হবে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।