bangla news

গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-৩০ ৬:৫৭:২৯ পিএম
বাজেট অধিবেশন। ছবি: বাংলানিউজ

বাজেট অধিবেশন। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের জন্য ১৮২ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৪১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

রোববার (৩০ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

বাজেটে আয় ধরা হয়েছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৪৫৩ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৪১৩ টাকা। বাজেটে উদ্বৃত্ত টাকার পরিমাণ ৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৪০ টাকা। বাজেটে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ করের আওতা বেড়েছে। 

বাজেট ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান পিটু বক্তব্য রাখেন।

এসময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   বাজেট গোপালগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-30 18:57:29