ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের নতুন সেবা ‘মোটরসাইকেল ফাইন্যান্সিং’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
প্রাইম ব্যাংকের নতুন সেবা ‘মোটরসাইকেল ফাইন্যান্সিং’ উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

ঢাকা: সম্প্রতি ‘প্রাইম মোটরসাইকেল ফাইন্যান্সিং’ নামে নতুন একটি সেবা চালু করেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেড।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবাটির উদ্বোধন করা হয়। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ফায়সাল রহমান, কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ সেবাটির উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সেবার মাধ্যমে নতুন মোটরসাইকেল ক্রয় করা যাবে বলে সোমবার (২৪ জুন) ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে জানানো হয়, অনুর্ধ্ব ৫ লাখ পর্যন্ত ঋণ ও ১২/২৪/ ৩৬ মাসের ইএমআই সুবিধা, লাইফ ইন্সুরেন্স কভারেজ, বয়সসীমা ২১-৬৫ বছর ও আকর্ষণীয় সুদের হার ও প্রসেসিং ফি প্রভৃতি সেবা পাবেন মোটরসাইকেল ক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।