ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মিল্কভিটার খামারিদের ধর্মঘট প্রত্যাহার

সুলতানা ইয়াসমিন মিলি, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০
মিল্কভিটার খামারিদের ধর্মঘট প্রত্যাহার

সিরাজগঞ্জ: দাবি পূরণে ইতিবাচক আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন সিরাজগঞ্জের বাঘাবাড়ি মিল্কভিটা খামারিরা।

স্থানীয় সাংসদ চয়ন ইসলামের বরাত দিয়ে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালে বিকেলে খামারিরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।



বিকেল সাড়ে ৪টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা চত্বরে আন্দোলনরত খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়।

সভায় জেলা প্রশাসক খামারিদের বলেন, ‘সরকারি উচ্চপর্যায়ে আপনাদের তিন দফা দাবি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে মাননীয় সাংসদ মোবাইলে জানিয়েছেন। ’

পরে খামারিরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়্যারম্যান বলেন, ‘দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হওয়ায় খামারিদের ধর্মঘট প্রত্যাহার করে নিতে বলা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।