ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মেঘনায় লঞ্চের ধাক্কায় ক্লিংকার বোঝাই জাহাজ ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৯
মেঘনায় লঞ্চের ধাক্কায় ক্লিংকার বোঝাই জাহাজ ডুবি

চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদীর মোহনা এলাকায় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় ভারত থেকে আসা সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার বোঝাই ‘এমভি শাওন-১’ জাহাজ (কার্গো) ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। লঞ্চে থাকা সাত নাবিককে উদ্ধার করেছে চাঁদপুর নৌ-থানা পুলিশ।

বুধবার (১২ জুন) বিকেল ৩টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত জাহাজটি ডুবন্ত অবস্থায় ঘটনাস্থলেই রয়েছে।

লঞ্চের মাস্টার শহীদুল ইসলামের বরাত দিয়ে চাঁদপুর নৌ-থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বাংলানিউজকে বলেন, এ ঘটনায় লঞ্চের মাস্টার চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ১ জুন (শনিবার) জাহাজটি ভারত থেকে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। যাত্রীবাহী লঞ্চের ধাক্কার পর জাহাজটি আস্তে আস্তে পানিতে তলিয়ে যায়।  

জাহাজটিতে ৬৮৫ টন ক্লিংকার ছিল। ক্লিংকারসহ জাহাজের ক্ষয়ক্ষতি পরিমাণ আড়াই কোটি টাকা বলে মাস্টার ডায়েরিতে উল্লেখ করেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।