ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তিন ক্যাটাগরির কাঁচা পাটে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ১২, ২০১৯
তিন ক্যাটাগরির কাঁচা পাটে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার কাঁচা পাট

ঢাকা: আন-কাট, বিটিআর ও বিডব্লিউআর নামে কাঁচা পাটের রপ্তানি বন্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করেছে সরকার।

গত ২৯ মে জারি করা প্রজ্ঞাপনটি বুধবার (১২ জুন) প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
 
পাট আইন-২০১৭ এর ধারার ১৩ মোতাবেক এ প্রজ্ঞাপন জারি করা হয়।

 

এর আগে গত বছরের ১৮ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন-কাট, বিটিআর ও বিডব্লিউআর নামের কাঁচা পাটের রপ্তানি বন্ধ করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ১২, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।