ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিসেম্বরে এয়ার বাস চালু হচ্ছে ঢাকা-রাজশাহী আকাশপথে

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

রাজশাহী: অবশেষে ঢাকা-রাজশাহী আকাশ পথে এয়ার বাস চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা গ্যালাক্সি। এজন্য তারা আগামী পয়লা ডিসেম্বরকে বেছে নিয়েছে।



ওই দিন থেকে বন্ধ হয়ে যাওয়া রাজশাহীর হযরত শাহ্ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে গ্যালাক্সির এয়ার বাস ঢাকার উদ্দেশে রওয়ানা হবে বলে জানিয়েছেন গ্যালাক্সি ফ্লাইং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান।

তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘আগামী ডিসেম্বর থেকেই গ্যালাক্সি কর্তৃপক্ষ নিজ উদ্যোগে রাজশাহী থেকে ঢাকায় যাত্রী পরিবহনে এয়ার বাস চালু করবে। ’
 
এর আগে বুধবার হযরত শাহ্ মখদুম বিমানবন্দরে গ্যালাক্সির প্রশিক্ষণ ফাইংয়ের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন। এ সময় একটি প্রশিক্ষণ বিমানে চড়ে মেয়র লিটন রাজশাহী শহর প্রদক্ষিণ করেন।

পাঁচটি বিমান দিয়ে বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ২০ জন করে শিক্ষার্থী ১৮ মাসব্যাপী এ প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ ফি ২৭ লাখ টাকা বলে জানায় গ্যালাক্সি কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্যালাক্সির চিফ ইঞ্জিনিয়ার এসএ বায়েজ চৌধুরী, চিফ গ্রাউন্ড অফিসার ড. আব্দুল সিদ্দিক, নওহাটা পৌরসভা মেয়র আব্দুল গফুর সরকার, শিল্পপতি সদর আলী প্রমুখ।

উল্লেখ্য, অলাভজনক হয়ে পড়ায় ২০০৬ সালের আগস্টে এ রুটে চলাচলকারী বিমান বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।