ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কর্মকর্তা লাঞ্ছিত: সোনামসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

চাঁপাইনবাবগঞ্জ: সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সোনামসজিদ স্থল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

সোনামনজিদ স্থল বন্দরের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপরে পরিদর্শক আলিমুজ্জামান বকুল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘বেতন-বোনাস বাড়ানোর দাবিতে সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের নির্বাহী পরিচালক ইকবাল হোসেনের সঙ্গে বুধবার শ্রমিকদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ের বিুব্ধ শ্রমিকরা ওই কর্মকর্তাকে লাঞ্ছিত করে। ’

বন্দর সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি একরামুল হক জানান, সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের উভয় পাশে প্রায় ৩’শ ট্রাক আটকা পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad