bangla news

মাইডাস ফাইন্যান্সিংয়ের আড়াই শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৩ ১১:০২:৪৫ এএম
মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। ছবি: সংগৃহীত

মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। ছবি: সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৮ সালের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৮ সালের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৯ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৯৮ টাকায়।

আগামী ২৭ জুলাই সকাল ১১টায় মাইডাস কনভেনশন সেন্টার ধানমন্ডিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসএমএকে/এসএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-23 11:02:45