ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

কৃষি

বাগেরহাটে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ২২, ২০১৯
বাগেরহাটে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু

বাগেরহাট: এক হাজার ৮৫৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে বাগেরহাটে সরকারিভাবে বোরো ধান ক্রয় শুরু হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল্লুর রহমান, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, অনেক পরিশ্রম করে কৃষকরা ধান উৎপাদন করেন। এ ধান সরকারের নির্ধারিত মূল্যে ক্রয় শুরু হয়েছে। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবো। যদি কোনো কৃষক ধান বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

কৃষকের ধান বিক্রয়ের সঙ্গে কোনো মধ্যসত্বভোগী থাকতে পারবে না। সেদিকে জনপ্রতিনিধি, খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন ডিসি।

তিনি বলেন, এবার বাগেরহাট জেলায় এক হাজার ৮৫৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। যার প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা নির্ধারণ করেছে সরকার।

বাংলাদেশ  সময়: ১৫২২ ঘণ্টা, মে ২২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।