ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

কৃষি

এবার বাসাইলে ক্ষেতে আগুন লাগিয়ে কৃষকের প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এবার বাসাইলে ক্ষেতে আগুন লাগিয়ে কৃষকের প্রতিবাদ

টাঙ্গাইল: ধানের দাম কম হওয়ায় টাঙ্গাইলের কালিহাতীর পর এবার বাসাইলে ধান ক্ষেতে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন কৃষক নজরুল ইসলাম খান।

সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক নজরুল বাংলানিউজকে বলেন, বাজারে প্রতি মণ ধানের দাম ৫০০ টাকা।

অথচ এক মণ ধানের উৎপাদন খরচ এক হাজার টাকার উপরে। এছাড়া বর্তমানে একজন ধানকাটা শ্রমিকের মজুরি ৮০০ থেকে ৮৫০ টাকা। আর একজন শ্রমিক একদিনে এক থেকে দেড় মণ ধান কাটতে পারে। এছাড়া শ্রমিক সংকটের কারণে ক্ষেতের পাকা ধান আছে কিন্তু ধানে চাল নাই ও সময়মতো ঘরে তুলতে পারছি না। তাই কোনো উপায় না দেখে দেশের কৃষকদের পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে আমি নিজের পাকা ধান ক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছি, যাতে ধানের দাম বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করেন।

কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মির্জা রাজিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাসাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালি খাতুন বাংলানিউজকে জানান, এ সময়ে ধানের বাজার কিছুটা কম থাকলেও কৃষক যদি ধান সংরক্ষণ করেন তবে কয়েকদিন পরই অধিক দাম পাবেন।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।