ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নিত্যপণ্য বিক্রিতে কোনো অনিয়ম পাইনি: মেয়র আতিকুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, মে ১৩, ২০১৯
নিত্যপণ্য বিক্রিতে কোনো অনিয়ম পাইনি: মেয়র আতিকুল

ঢাকা: মহাখালী কাঁচাবাজার পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এ বাজারে নিত্যপণ্য বিক্রিতে কোনো অনিয়ম পাইনি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কি-না, তা পরিদর্শন করতে রোববার (১২ মে) মহাখালী কাঁচাবাজার আকস্মিক পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র।

পরিদর্শনকালে মেয়র কয়েকটি মুদি দোকানে গিয়ে মূল্য-তালিকা প্রকাশ্যে রাখা আছে কি-না এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি-না যাচাই করেন।

তাছাড়া মাংস দোকানগুলোতেও গিয়ে দাম যাচাই করেন।

এরপর মেয়র বলেন, আজ এই কাঁচাবাজারটি পরিদর্শন করে আমি কোনো অনিয়ম দেখতে পাইনি।  

তিনি পর্যায়ক্রমে ডিএনসিসির অন্য বাজারগুলোও পরিদর্শন করবেন বলে জানান।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ১২, ২০১৯
এমআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad